Welcome to my Blog

Saturday, 29 June 2013

খুকু ও কাঠ্‌বেরালি/khuku o kathberali

খুকু ও কাঠ্‌বেরালি
কাজী নজরুল ইসলাম

কাঠ্‌বেরালি ! কাঠ্‌বেরালি ! পেয়ারা তুমি খাও ?
গুড়-মুড়ি খাওদুধ-ভাত খাওবাতাবি নেবুলাউ ?
বেড়াল-বাচ্চাকুকুর ছানাতাও ? -
ডাইনী তুমি হোঁৎকা পেডুক,
খাও একা পাও যেথায় যেটুক !
বাতাবি নেবু সকলগুলো
এক্‌লা খেলে ডুবিয়ে নুলো !
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও ?
ছোঁচা তুমি ! তোমার সঙ্গে আড়ি আমার  ! যাও !

কাঠ্‌বেরালি !  বাঁদ্‌রীমুখী !  মার্‌বো ছুঁড়ে কিল ?
দেখ্‌বি তবেরাঙাদা'কে ডাক্‌বোদেবে ঢিল !
পেয়ারা দেবেযা তুই ওঁচা !
তাইতো তোর নাকটি বোঁচা !
হুত্‌মো চোখী ! গাপুস্-গুপুস্
এক্‌লাই খাও হাপুস্-হুপুস্ !
পেটে তোমার পিলে হবে ! কুড়ি-কৃষ্টি মুখে !
হেই ভগবান   একটা পোকা যাস্‌ পেটে ওর ঢুকে !
ইস্ !  খেয়োনা মস্তপানা ঐ সে পাকাটাও !
আমিও খুবই পেয়ারা খাই যে !  একটি আমায় দাও !

কাঠ্‌বেরালি !  তুমি আমার ছোড়দি' হবে  ?  বৌদি হবেহু !
রাঙা দিদিতবে একটা পেয়ারা দাওনা !  উঃ !
এ রাম !  তুমি ন্যাংটা পুঁটো ?
ফ্রক্‌টা নেবেজামা দুটো ?
আর খেয়োনা পেয়ারা তবে,
বাতাবি নেবুও ছাড়্‌তে হবে !
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট'মা দেখে যাও ! -
কাঠ্‌বিরিলি !  তুমি মর !  তুমি কচু খাও !!

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.