Welcome to my Blog

Friday 14 June 2013

Bibhutivushan Bandyopadhyay/বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


Bibhutivushan Bandyopadhyay
 (12/9/1894 - 01/9/1950)
               আধুনিক বাংলা উপন্যাস ও ছোটগল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট শিল্পী । প্রকৃত পক্ষে,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায় -এই ত্রয়ী ঔপন্যাসিক বাংলা উপন্যাসকে একটি বিশিষ্ট মানে উন্নীত করেছেন । এই তিন জনের দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ পৃথক । বিভূতিভূষণ এক সমুন্নত কবি-মনের অধিকারী । প্রকৃতির সঙ্কে তার নিবিড় আত্মীয়তা । প্রকৃতির সঙ্গে মানবের এক অচ্ছেদ্য বন্ধনকে তিনি স্বীকার করে নিয়েছেন । তাঁর উপন্যাস জটিল মনস্তত্ত্ব বিশ্লেষণের পথ ধরে চলে নি । বিচিত্র রঙে প্রকৃতির তুলিতে যেমন ছবির পর ছবি আমাদের মুগ্ধ করে তেমনি বিভুতিভূষণ টুকরো টুকরো ছবির সাহায্যে তাঁর উপন্যাসকে স্পষ্ট করে তোলেন । মানুষকে তিনি দেখেন তার জটিলতাহীন এক অসহায় মূর্তিতে । সমাজ ও সংস্কারে আবদ্ধ মানুষ তার দোষ-গুণ নিয়ে এক অভিযাত্রী । যৌবনের চাঞ্চল্য, উচ্চাশার সংঘাত, সমাজবন্ধনের জটিলতা তিনি অবহেলা ভরে পাশে রেখে মানুষের রূপমূর্তিটি ধরতে চেষ্ঠা করেন । এইজন্য একদিকে প্রকৃতির সঙ্গে মানুষের সুনিবিড় আত্মীয়তা, প্রকৃতির কোলে মানুষের চির অসহায় বন্ধন; অপরদিকে মানুষের জীবনযাত্রার করুণ ও বেদনাময় জগতের চিত্র অঙ্কন করে বিভূতিভূষণ অপূর্ব মৌলিকতার পরিচয় রেখেছেন । তাঁর কল্পনা এইজন্য শৈশবের অসহায়ত্বের ঊর্দ্ধে ওঠে নি । Juvenile Psychology তাঁর প্রথম এবং তাঁর শেষ কথা বলা য়ায় । তিনি তাঁর দৃষ্টি জটিলতাপূর্ণ যৌবনে উপনীত হতে পারে নি । এইজন্য বিভূতিভূষণ শৈশব ও প্রকৃতির সমন্বয়েই বাংলা সাহিত্যে তাঁর যথার্থ স্থানটি নিয়েছেন ।
pather pachali
                    বিভূতিভূষণ বাংলা উপন্যাস ও ছোটগল্পে একটা বিস্ময়-তাঁর নবীনতা ও মৌলিকতার দৃষ্টান্ত বাংলা সাহিত্যে আর নেই । 'পথের পাঁচালী ' ও 'অপরাজিতা 'তাঁর শ্রেষ্ঠ রচনা । এই জীবনকাব্যটিকে বাংলার প্রকৃতির মহাকাব্য বলা য়ায় । প্রকৃতির প্রতি গভীর আসক্তির সিগ্ধতায় কবির লেখনী সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন 'আরণ্যকে ' ।"প্রকৃতির সহিত মানব মনের এমন অন্তরঙ্গ সম্পর্কের কাহিনী বাংলা উপন্যাসে তো নাই-ই, ইউরোপীয় উপন্যাসেও এরূপ দৃষ্টান্ত সুলভ নহে "।'দৃষ্টিপ্রদীপ','আদর্শ হিন্দু হোটেল','দেবযান','বিপিনের সংসার','অনুবর্তন','ইচ্ছামতি','চাঁদের পাহড়', 'বনে পাহাড়ে', 'দুই বাড়ি' প্রভৃতি বিভূতিভূষণের উল্লেখযোগ্য উপন্যাস । অবশ্য 'পথের পাঁচালী'-'অপরাজিত' ও আরণ্যকের তুলনায় এই উপন্যাস গুলি অনেকাংশে নিম্নমানের -তাঁর পূর্ণ সত্তা যেন এইগুলিতে সম্পূর্ণ পাওয়া য়ায় না । ছোটগল্পে তাঁর শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য । তাঁর গয়্প সংকলন গুলির মধ্যে উল্লেখযোগ্য 'মেঘমল্লার', 'মৌরীফুল', 'যাত্রাবদল','জন্ম ও মৃত্যু', 'কিন্নরদল', 'বিধূমাস্টার', 'অসাধারণ' প্রভৃতি । 'তৃণাঙ্কুর' বিভূতিভূষণের আত্মজীবনীমূলক গ্রন্থ ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.