Welcome to my Blog

Monday, 1 July 2013

জন্মাষ্টমী /janmastomi

শ্রীকৃষ্ণ
              ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, হিন্দুদের মতে এদিন শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিনটি 'জন্মাষ্টমী ' হিসেবে পালিত হয় পুরাণে আছে মথুরা রাজ উগ্রসেনের পুত্র কংস ছিলেন ভীষণ অত্যাচারী দৈববাণী থেকে কংস জানতে পারে যে তাঁর খুড়তুতো বোন দেবকী (উগ্রসেনের ভাই দেবকে'র কন্যা ) 'র অষ্টম গর্ভের পুত্রই তাঁর মৃত্যুর কারণ এরপরই স্বৈরাচারী কংস নিজের জীবনকে বিপদমুক্ত করার জন্য কৃষ্ণের পিতা বসুদেব ও মাতা দেবকীকে কারাগারে নিক্ষেপ করলেন এবং এক এক করে দেবকীর সাতটি সন্তানকে জন্মের পরমূহূর্তেই বিনাশ করলেন  
               তারপর এল সেই ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সেদিন সন্ধ্যা থেকে প্রকৃতি যেন রুদ্ররূপ ধারণ করল ভয়ঙ্কর দুর্যোগ এবং প্রবল দূরাচার যতক্ষণ না শেষ সীমায় গিয়ে উপনীত হয়,ততক্ষণ পর্যন্ত প্রতিকারের পণ ও পন্থা হয় না মুক্ত - এটাই ইতিহাসের অমোঘ বিধান রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেন হয়ে উঠল ভয়ঙ্করী, ঝড়ের তান্ডব হল প্রচণ্ড হঠাৎ বজ্রপাতের তীব্র নিনাদে কারাকক্ষ কেঁপে উঠল এবং সেই ভয়াবহ দুর্যোগের মধ্যেই আবির্ভুত হলেন এক জ্যোতির্ময় শ্যামকান্তি শিশু (শ্রীকৃষ্ণ ) মানুষের মুক্তিদূত এবং অধর্ম ও অসাধুর বিনাশকারীর জন্মস্থান হল কারাগার অষ্টমী তিথির মহারাত্রিতে ভূমিষ্ঠ হল অষ্টম গর্ভের সন্তান ধর্মসংস্থাপন করতে ভগবান স্বয়ং আবির্ভূত হলেন কৃষ্ণরূপে তাই এই মহাআবির্ভাবের সাক্ষী যে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সেটাই ইতিহাসের পাতায় চিরকালের জন্য 'জন্মাষ্টমী ' নামের মহিমায় মানুষের মুক্তিলগ্ন হিসাবে অক্ষয় হয়ে রইল জন্মাষ্টমী উপলক্ষে এদিন অনেক বাড়িতেই শ্রীকৃষ্ণের শিশু রূপ (বাল গোপাল ) -এর পুজো হয় অনেকেই উপোস করেন আবার অনেক বাড়িতেই তালের বড়া, ক্ষীর, মাখন, মিছরি, ননী দিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয়    

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.