Welcome to my Blog

Saturday 22 June 2013

Rakhi Bandhan

Rakhi
              শ্রাবণের শেষ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাখীবন্ধনের অনুষ্ঠান এই রাখী বন্ধনের প্রথম সূচনা কবে,তা' আজ আর জানার উপায় নেই এ নিয়ে নানা মুনির নানা মত তবে পৌরানিক এক কাহিনী থেকে জানা য়ায়, দেবতা ও অসুরদের সংগ্রামে দেবতারা পরাজিত হলে, দেবরাজ ইন্দ্র জয়লাভের পথ খুঁজতে দেবগুরু বৃহস্পতির কাছে যখন যাচ্ছিলেন, সেইসময় ইন্দ্রের পত্নী ইন্দ্রানী দেবরাজকে বললেন, তিনি জানেন কি উপায়ে অসুরদের পরাজিত করা য়ায় আর সেই উপায় হিসাবে পরদিন শ্রাবণ মাসের পূর্ণিমাতে ইন্দ্রানী স্বামীর হাতে বেঁধে দিয়েছিলেন 'রক্ষাকবচ ' এবার ইন্দ্র অসুরদের পরাজিত করতে সমর্থ হলেন এই রক্ষাকবচটি ছিল একটি 'রাখী ' পৌরানিক কাহিনীতে স্ত্রী স্বামীর হাতে রাখী বেঁধে দিয়েছিলেন পরবর্তীকালে রীতির পরিবর্তন হয়, এবং সাধারণতঃ বোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে দেয়, বা প্রিয়জন
Rakhi Bandhan
                বাংলায় (আমাদের রাজ্যে ) রাখীবন্ধন বা রক্ষাবন্ধন তেমন কোনও প্রাচীনতার দাবিদার নয় বরং বলা য়ায়, এই উৎসবটা উত্তভারত বা উত্তর পশ্চিম ভারতেই জনপ্রিয় ছিল এটা একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উৎসব কেউ কেউ বলেন, আর্যদের প্রভাবেই এই বঙ্গে রক্ষাবন্ধন প্রচলিত হতে শুরু করে এবং পরবর্তীকালে অবাঙালী ব্রাহ্মণ-ক্ষত্রিয়ের আগমন ও বঙ্গভূমিতে স্থায়ীভাবে বসবাসের ফলে তাদের দেখাদেখি রাখীবন্ধন এই বাংলায় জনপ্রিয় হতে থাকে এমন একটা সময় ছিল, যখন আমাদের দেশের পুরোহিত প্রধানরা তাঁদের শত শত শিষ্যের হাতে রাখী পরিয়ে দিতেন পুরাণ কাহিনী থেকে জানতে পারি, শ্রীকৃষ্ণের কল্যান-কামনায় মা যশোদা, রাখীপূর্ণিমার দিন পুত্রের হাতে রাখী পরিয়ে দিতেন প্রাচীনকাল থেকেই নারীরাই পুরুষের হাতে রাখী পরিয়ে দিয়ে আসছেন বোন ভাইকে রাখী পরায়, অথবা ভাই ভেবে বরণ করে নিতে চায়, এমন কাউকেই রাখীর বন্ধনে জড়িয়ে নেয়
Rakhi Bandhan
                 এই বঙ্গে ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ রাখীবন্ধন উৎসবকে জাতীয় ঐক্যবন্ধনের হাতিয়ার করে তুলেছিলেন এখনও রাজনৈতিক আন্দোলনের অঙ্গ হিসাবে রাখীকে কাজে লাগানো হয় তবে ভারতের বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িকতার বিষাক্ত পরিবেশে রাখীবন্ধন একটা বিশেষ তাৎপর্য বহন করে নিয়ে এসেছে জাত-পাত ও ধর্মের গন্ডি ভেঙ্গে এই রাখী বন্ধন আমাদের ক্ষত-বিক্ষত অস্তিত্বকে এক নতুন দিগন্তে পৌছে দিক, এক ভালেবাসা ও বিশ্বাসের বন্ধনে বেঁধে দিক----- এটাই জাতীয় প্রার্থনা হোক  
 

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.