Welcome to my Blog

Thursday, 20 June 2013

ঋতুপর্ণ ঘোষ / Rituparno Ghosh

পরিচালক ঋতুপর্ণ

ঋতুপর্ণ ঘোষ
(৩১ আগষ্ট,১৯৬১ - ৩০মে, ২০১৩)

ঋতুপর্ণ ঘোষ
              বিরল প্রতিভা এবং অত্যন্ত সম্ভাবনাময় একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ । এমন এক মহান শিল্পী যিনি আবেগ ও সাংস্কৃতিক চেতনায় বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছিলেন । অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষ কর্মজীবন শুরু করেণ একটি বিজ্ঞাপনি সংস্থায় ক্রিয়েটিভ আটিস্ট হিসাবে । ঋতুপর্ণ ঘোষ ছিলেন এক অগ্রণী চিত্র পরিচালক যিনি সত্যজিৎ রায় ও নব্য শৈলীর মধ্যে যোগসূত্রের কাজটি করেছিলেন । ১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'হীরের আংটি ', দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল ', ১৯৯৪ সালে মুক্তি পায় এবং এই ছবিটির জন্য বেষ্ট কাহিনি চিত্র বিভাগে জাতীয় পুরষ্কার পায় । বাংলা ছবিকে অনেক কিছু দিয়েছেন ঋতুপর্ণ । টলিউডের দুঃসময়ে শহুরে, মধ্যবিত্ত বাঙালিকে হল মুখো করে ছেড়েছেন । হিন্দি ছবির স্টারদের কলকাতায় এসে কাজ করতে বাধ্য করেছেন, এবং 'জাতীয় পুরষ্কার ' নামক গালভরা ব্যাপারটিকে প্রায় জলভাত করে ফেলেছেন । পরিচালক হিসাবে ঋতুপর্ণর কার্যকালকে মূলত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে । এক, 'হীরের আংটি ' থেকে শুরু করে 'শুভ মহরত ', যে সময়ের প্রায় প্রতিটি ছবিই দর্শকের ভালবাসা এবং সমালোচকের প্রশংসা, দুই পেয়েছে । দুই 'চোখের বালি ' থেকে 'সব চরিত্র কাল্পনিক ', যখন তাঁর ছবিতে বলিউডি তারকাদের ঘনঘটা । তিন, 'আবহমান ' থেকে 'চিত্রাঙ্গদা ', যেখানে পরিচালক- অভিনতা হিসাবে তাঁর প্রতিভার বিকাশ ঘটে । দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতিয় পুরষ্কার ও বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেণ । 

পরিচালক ঋতুপর্ণ

পরিচালক হিসাবে তিনি যে সমস্ত চলচ্চিত্র উপহার দিয়েছেন :-  হীরের আংটি (১৯৯২, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ),উনিশে এপ্রিল (১৯৯৪), দহন (১৯৯৭), বাড়িওয়ালি (১৯৯৯), অসূখ (১৯৯৯), উৎসব (২০০০), তিতলি (২০০২), শুভমহরত (২০০২), চোখের বালি (২০০৩), রেনকোট (হিন্দি,২০০৪), অন্তরমহল (২০০৫), দোসর (২০০৬), দ্য লাস্ট লিয়ার (ইংরেজি,২০০৭), দেখা (২০০৭), সব চরিত্র কাল্পনিক (২০০৮), আবহমান (২০১০), নৌকাডুবি (২০১০), জীবন স্মৃতি (২০১২), সত্যাণ্বেষী (ব্যোমকেশ চরিত্র অবলম্বনে,২০১৩) ।
অভিনেতা ঋতুপর্ণ
ঋতুপর্ণ ঘোষ অভিনিত ছবি :-   কথা দেইথিল্লি মা কু (উড়িয়া), আরেকটি প্রেমের কাহিনি, মেমরিজ ইন মার্চ, চিত্রাঙ্গদা : দ্য ক্রাউনিং উইশ (রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা অবলম্বনে) ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.