Welcome to my Blog

Thursday 13 June 2013

বাংলা ভাষায় সনেট

মধুসূদন দত্ত
 সনেট রূপাঙ্গিকটি প্রথম ইতালিতে সূত্রপাত হয় । ইতালীয় 'সনেটো' (SONETTO) শব্দ থেকে সনৈট কথাটির জন্ম হয়েছে ।ইতালীয় ভাষায় 'সূয়নো' বলে একটি শব্দ আছে, এর অর্থ হল ধ্বনি । এই 'সুয়নো' শব্দের ক্ষুদ্রার্থবাচক রূপ হল 'সনেত্ত' । এর আক্ষরিক অর্থ হল ক্ষুদ্র ধ্বনি । লাতিন ভাষায় 'সনুসের' অর্থ (SONUS) হল ধ্বনি । সুতরাং ধ্বনিময় শব্দই কবিতা রূপে গৃহিত হয়েছে । ইতালীতে ত্রয়োদশ শতাদ্বীতে দ্বিতীয় ফ্রেডারিকের রাজসভার কোনো কবির হাতে সনেটের জন্ম হয়েছে বলে অনুমিত হয় । সনেটের আদি পর্বে (১২৬৫-১৩২১) দান্তে প্রথম প্রতিভাবান কবি । তবে দান্তের হাতেও সনেটের পূর্ণ রূপ উদ্‌ঘাটিত হয়নি । পরবর্তীকালে পেত্রাকের হাতে সুসমঞ্জস্য ভাব বিন্যাসের উপর ভিত্তি করে সনেটের পূর্ণরূপ প্রস্ফুটিত হয় । একই ছন্দস্পন্দে বিশিষ্ট মিল বন্ধনে রচিত চতুর্দশ, পঙক্তির স্বয়ং সম্পূর্ণ গীতিকবিতার নাম সনেট । ইতালীয় ভাষায় একাদশ অক্ষরের চরণই সনেটের পক্ষে সবচেয়ে উপযোগি বলে গৃহিত হয়েছে । ফরাসী সনেটের চরণ বারো অক্ষরের, ইংরেজি সনেটের দশ এবং বাংলা ভাষায় চৌদ্দ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দই সনেট রচনার সবচেয়ে উপযোগী বলে স্বীকৃত । সনেটের চৌদ্দ পঙক্তি দুইভাগে বিভক্ত । প্রথম আট পঙক্তির নাম অষ্টক এবং শেষ ছয় পঙক্তির নাম ষট্‌ক ।

                 বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা রূপে মধুসূদনের নাম স্মরণীয় । মধুসূদন ফরাসি দেশের ভার্সাই নগরীতে বসবাস কালে যে কয়েকটি সনেট রচনা করেন সেগুলি পরবর্তীকালে 'চতুদর্শপদী কবিতাবলী ' নাম দিয়ে ১৮৬৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয় । মধুসূদন ১০৮ টি সনেট রচনা করেছিলেন । তার মধ্যে উল্লেখযোগ্য কাশিরাম দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কপোতাক্ষনদ, কালিদাস ইত্যাদি কবিতা গুলি । মধুসূদন তাঁর সনেটে পেত্রাকীয় রীতি অনুসরণ করেছেন । মধুসূদনই প্রথম সনেটের নামকরণ করলেন 'চতুর্দশপদী কবিতা '।

                   মধুসূদনের পরবর্তীকালে বাংলা সনেটের ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম উল্লেখ করতে হয় । রবীন্দ্রনাথ এ বিষয়ে খুব বেশি মনোযোগ প্রদান করেননি । রবীন্দ্রনাথ পেত্রাকীয় ও শেক্সপীরীয় দুই রীতিতেই সনেট রচনায় দক্ষতা দেখিয়েছেন ।তাঁর সনেট রচনার উদাহরণ আছে নৈবেদ্য, উৎসর্গ, গীতালি, প্রভৃতি কাব্যগ্রন্থে । রবীন্দ্র সমকালীন বাংলা সাহিত্যে দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল, কামিনী রায়, প্রমথ চৌধুরী, প্রিয়ংবদাদেবী সনেট রচনায় সবিশেষ কৃতিত্বের অধেকারী । রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের আধুনিক পর্বে সনেট রচনায় কৃতিত্ব দেখিয়েছেন মোহিতলাল মজুমদার, জীবনান্দ দাস, সুধীনন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, বদ্ধদেব বসু, বিষ্ণু দে ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.