Welcome to my Blog

Thursday, 13 June 2013

বাংলার প্রবাদ/Idiom of Bengale

বাংলার গ্রাম
           দীর্ঘ অভিঞ্জতার সংক্ষিপ্ততম বাঙ্ময় প্রকাশই হল প্রবাদ । লোকসাহিত্যের সংসারে সর্বাপেক্ষা কেজোর ভূমিকা এই প্রবাদের । আমরা কোথায় কোথায় প্রবাদ কিংবা ইডিয়ামের (Idiom) ব্যবহার করি বিশেষ বক্তব্য প্রকাশের ক্ষেত্রে । মানুষকে সতর্কীকরণে, কর্তব্য পালনে উদ্বুদ্ধ করতে, কিংবা সমালোচনার তাগিদে প্রবাদের ব্যবহার আজও সমান ভাবে জনপ্রিয় ও কার্যকরী । প্রবাদে মুলত মানব চরিত্র সমালোচিত হয় । অনেক সময়েই প্রবাদে দুটি অর্থ মেলে -একটি বাচ্যার্থ অন্যটি ব্যঙ্গার্থ । 'লাগে টাকা দেবে গৌরী সেন ' বললে গৌরী সেন নামক বদান্য ব্যক্তির আর্থিক সাহায্যেরকথা যেমন বলা হয়, তেমনি অন্যদিকে বেহিসাবী ব্যয়কারীকেও ইঙ্গিত করা হয় । কীবনের এমন কোন দিক নেই যা নিয়ে নাকি প্রবাদ রচিত হয়নি । কয়েকটি দৃষ্টান্ত ----------

  • এক মাঘে শীত য়ায় না - মাস কেন্দ্রিক প্রবাদ ।
  • উড়ে মেড়ো নাগপুর, এই তিন নিয়ে খিদিরপুর -স্থান কেন্দ্রিক প্রবাদ । 
  • খালি পেটে জল, ভরা পেটে ফল -স্বাস্থ্য কেন্দ্রিক প্রবাদ ।
  • নদীর কূলে বাস, ভাবনা বারোমাস -সতর্কীকরণ ।
  • বৈশাখের প্রথম জলে, আউশ ধান দ্বিগুণ ফলে -কৃষি কেন্দ্রিক প্রবাদ ।
  • অশ্বথ্থের ছায়াই ছায়া, মায়ের মায়াই মায়া -পারিবারিক চরিত্র কেন্দ্রিক ।
  • চাষার কেবল এগারো মাস দুঃখ, আর সকল মাস সুখ -সামাজিক চরিত্র কেন্দ্রিক ।
  • শংকর চক্রবর্তীকে বাঘে খেলে, অন্য লোক কোথা লাগে -ঐতিহাসিক চরিত্র কেন্দ্রিক ।

             -শংকর চক্রবর্তী ছিলেন বাংলার বার ভুইয়াদের অন্যতম যশোরের রাজা প্রতাপাদিত্যের বাল্যসঙ্গী । বীর সেনাপতি হিসাবে খ্যাতি অর্জন করেন । মোগলদের বিরুদ্ধে যুদ্ধে তিনি অসামান্য বীরত্বের স্বাক্ষর রেখেছিলেন ।

  • মহিরাবণের বেটা অহিরাবণ -পৌরাণিক চরিত্র কেন্দ্রিক ।

            -মহীরাবণ মাল্যবানের বোনের ছেলে । বিষ্ণুর ভয়ে ভীত একদল অসুর পাতালে গিয়ে বসবাস করতে থাকলে এই মহীরাবণ এদের রাজা হন । ব্রহ্মার তপস্যা করে ইনি বরপ্রাপ্ত হন যে বিনা বাহনে যে কোনও স্থানে ইচ্ছামত যেতে পারবেন এবং সমস্ত মায়া বিদ্যার অধিকারী হন ।
মেঠো বাউল
মানবচরিত্র সমালোচনাই প্রবাদের মুখ্য উদ্দেশ্য । এমন কয়েকটি প্রবাদের উল্লেখ করা হল -যেখানে মানব চরিত্র সমালোচিত, ------

  1. সেকরা মায়ের কানের সোনাও চুরি করে ।
  2. বউরে সেবিলে পুতেরে পায় ।
  3. আপনার বোন ভাত পায়না, শালীর তরে মোণ্ডা ।
  4. ভাত পায় না মল পরে নাকে ।
  5. ঘণ্টা নেড়ে দুর্গোৎসব ইতু পূজায় ঢাক ।
  6. কুকুরকে নাই দিলে মাথায় চড়ে ।   

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.