Welcome to my Blog

Tuesday, 2 July 2013

প্রভাতি/pravati

প্রভাতি
কাজী নজরুল ইসলাম


ভোর হোলো  /  দোর খোলো  / খুকুমণি ওঠ রে !
ঐ ডাকে  /  যুঁই শাখে
ফুল খুকী ছোট রে !  /  খুকুমণি ওঠ রে !
রবি মামা  / দেয় হামা  /গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান  /  গায় গান  /  শোনো ঐ 'রামা হৈ '
ত্যাজি নীড়  /  করে ভীড়  /  ওড়ে পাখী আকাশে,
এন্তার  /  গান তার  /  ভাসে ভোর বাতাসে !
চুল্‌বুল্  /  বুল্‌বুল্  /শিশ্ দেয় পুষ্পে,
এইবার  / এইবার  /  খুকুমণি ওঠবে !
খুলি হাল  /  তুলি পাল  /  ঐ তরী চল্‌লো,
এইবার  /  এইবার  /  খুকু চোখ খুল্‌লো !
আল্‌সে  /  নয় সে  /  ওঠে রোজ সকালে,
রোজ তাই  /  চাঁদা ভাই  /  টিপ দেয় কপালে !
উঠ্‌ল  /  ছুট্‌ল  /  ঐ খোকাখুকী সব,
উঠেছে  /  আগে কে  /  ঐ শোনো কলরব !
নাই রাত  /  মুখ হাত  /  ধোও, খুকু জাগো রে !
জয় গানে  /  ভগবানে  /  তুষি বর মাগো রে !

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.