Welcome to my Blog

Monday, 1 July 2013

বাংলার পুতুলনাচ /Banglar putul nach

পুতুলনাচ
              বাংলার লোক সংস্কৃতির মধ্যে অন্যতম হল পুতুলনাচ এটি এক রকম লোকনাট্য ইংরেজিতে এর অনেকগুলি প্রতিশব্দ আছে, যেমন -পাপেট, পাপেট্রি, পাপেট থিয়েটার, পাপেট শো প্রভৃতি এই পাপেট বা পুতুল হল একটি সুস্পষ্ট অঙ্গ বিশিষ্ট পুতুল, যাকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করা য়ায় বেশিরভাগ পুতুলই মানেষ বা জীব-জন্তুর আদলে গড়া প্রসঙ্গত বলা য়ায়, পুতুল নিয়ে শিশুদের 'পুতুল খেলা ' আর 'পুতুল নাচ ' এক নয় ছোট মঞ্চে দর্শক শ্রোতার উপস্থিতিতে একজন বা একাধিক লোক নেপথ্যে থেকে মানুষ বা প্রাণীর ক্ষুদ্র প্রতিকৃতিকে পরিচালিত করে, তাদের হয়ে কথোপ-কথনের মাধ্যমে অভিনয় করে সকলের মন কাড়ে, তাকেই পুতুল নাচ বলে অতীত দিনের মানুষের কাছে পুতুল নাচ শুধু আনন্দেরই খোরাক ছিল না, এর সামাজিক প্রভাবও ছিল ব্যাপক পুতুল গুলোকে নিয়ন্ত্রণ করার উপর ভিত্তি করে চার রকমের পুতুল নাচ লক্ষ্য করা য়ায় যোমন----

·         গ্লাভস পাপেট (Gloves puppet ) বা হাত পুতুল :- এই গ্লাবস বা হ্ত পুতুল গুলোকে নিয়ন্ত্রণ করা হয় সরাসরি নাচিয়ের আঙুল দিয়ে হাত পুতুলের হাত এবং মাথা কাঠ কিংবা মাটি দিয়ে শক্ত করে তৈরি করা হয় একজন নাচিয়ে মাত্র দুটো পুতুল নাচাতে পারে নাচিয়ের কোন সহকিরী থাকে না এই গ্লাভস পাপেট বা হাত পুতুল গুলি তৈরি করা খুবি সহজ

·         রড পাপেট (Rod puppet ) বা লাঠি পুতুল :- এই পুতুল গুলোকে নিয়ন্ত্রণ করা হয় নিচে থেকে নাচিয়ের মাথার উপর পুতুল গুলো থাকে নাচিয়েরা সুরু শক্ত কাঠি বা রড দিয়ে পুতুলের ভারসাম্য রক্ষা করে পুতুলকে একটি পর্দার সামনে নাচান এই পুতুল গুলোর চোখ টানা টানা হয় নাক ও মুখ রং দিয়ে আকর্ষণীয় করা হয় পশ্চিমবঙ্গে একে ডাঙ্গের পুতুলও বলা হয় লাঠি পুতুল তৈরি করা হয় কাঠ দিয়ে এগুলি আকারে বড় ও দেখতে কিছুটা গোলাকৃতি হয়


·         শ্যাডো পাপেট (Shadow puppet ) বা ছায়া পুতুল :- ছায়া পুতুল তৈরি করা হয় চামড়া, কার্ডবোড, টিন প্রভৃতি দিয়ে চামড়ার পরিবর্তে বর্তমানে প্লাস্টিকও ব্যবহার করা হচ্ছে একটা সাদা পর্দার সামনে ধরে, পিছনে জ্বালানো বাতির  আলোতে পুতুলের অবয়ব অঙ্গভঙ্গি ফুটে উঠে পর্দায় বিভিন্ন আদলের আলোছায়া তৈরি করে দর্শকেরা পুতুলের ছায়াকে দেখতে পায় কিন্তু নাচিয়েকে দেখতে পান না
সুতা পুতুল
·       স্ট্রিং পা  পেট (String puppet ) বা সুতা পুতুল :- সুতো পুতুলকে উপর থেকে নিয়ন্ত্রণ করা হয পুতুল নাচিয়ের সামনে একটি কালো পর্দা টাঙানো থাকে শিল্পী ওপর থেকে কাঠির পুতুল গুলোকে সুতোর মাধ্যমে চালনা বা অভিনয় করান সুতো দিয়ে আটকানো থাকে পুতুলের হাত, পা, মাথা, কোমর ইত্যাদি সুতোর পুতুল তৈরির উপাদানের মধ্যে রয়েছে ন্যাকড়া (ছেঁড়া কাপড় ), কাদামাটি, শোলা,লোহার তার, গোবর, রঙ ইত্যাদি কাহিনীর সঙ্গে সঙ্গতি রেখে পুতুলকে পোশাক পরানো হয়


           পুতুল নাচের বিষয় মূলত রামায়ণ, মহাভারত ও পুরাণ থেকে সংগৃহীত হলেও গ্রাম বাংলার অমর লোকগাথা ও লোককাহিনীও পুতুলনাচের বিষয়বস্তু হয়ে উঠেছে আবার হালফিল রাজনৈতিক, ঐতিহাসিক ও সামাজিক ঘটনাও কখনো কখনো এর বিষয়বস্তু হয়ে উঠে   

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.