পুতুলনাচ |
বাংলার লোক সংস্কৃতির মধ্যে অন্যতম হল পুতুলনাচ
। এটি
এক রকম লোকনাট্য । ইংরেজিতে
এর অনেকগুলি প্রতিশব্দ আছে, যেমন -পাপেট, পাপেট্রি, পাপেট থিয়েটার, পাপেট
শো প্রভৃতি ।
এই
পাপেট বা পুতুল হল একটি সুস্পষ্ট অঙ্গ বিশিষ্ট পুতুল,
যাকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করা য়ায় । বেশিরভাগ
পুতুলই মানেষ বা জীব-জন্তুর আদলে গড়া ।
প্রসঙ্গত
বলা য়ায়,
পুতুল নিয়ে শিশুদের 'পুতুল খেলা ' আর 'পুতুল নাচ ' এক নয় । ছোট
মঞ্চে দর্শক শ্রোতার উপস্থিতিতে একজন বা একাধিক লোক নেপথ্যে থেকে মানুষ বা প্রাণীর
ক্ষুদ্র প্রতিকৃতিকে পরিচালিত করে, তাদের
হয়ে কথোপ-কথনের মাধ্যমে অভিনয় করে সকলের মন কাড়ে, তাকেই পুতুল
নাচ বলে । অতীত
দিনের মানুষের কাছে পুতুল নাচ শুধু আনন্দেরই খোরাক ছিল না,
এর সামাজিক প্রভাবও ছিল ব্যাপক । পুতুল
গুলোকে নিয়ন্ত্রণ করার উপর ভিত্তি করে চার রকমের পুতুল নাচ লক্ষ্য করা য়ায় । যোমন----
·
গ্লাভস পাপেট (Gloves puppet ) বা হাত পুতুল :- এই গ্লাবস বা হ্ত পুতুল গুলোকে নিয়ন্ত্রণ করা হয় সরাসরি নাচিয়ের
আঙুল দিয়ে । হাত পুতুলের হাত এবং মাথা কাঠ কিংবা মাটি দিয়ে শক্ত করে তৈরি করা হয় । একজন নাচিয়ে মাত্র দুটো পুতুল নাচাতে পারে । নাচিয়ের কোন সহকিরী থাকে না । এই গ্লাভস পাপেট বা হাত পুতুল গুলি তৈরি করা খুবি সহজ ।
·
রড পাপেট (Rod
puppet ) বা লাঠি পুতুল :- এই পুতুল গুলোকে নিয়ন্ত্রণ করা হয় নিচে থেকে । নাচিয়ের মাথার উপর পুতুল গুলো থাকে । নাচিয়েরা সুরু শক্ত কাঠি বা রড দিয়ে পুতুলের ভারসাম্য রক্ষা
করে পুতুলকে একটি পর্দার সামনে নাচান । এই পুতুল গুলোর চোখ টানা টানা হয় । নাক ও মুখ রং দিয়ে আকর্ষণীয় করা হয় । পশ্চিমবঙ্গে একে ডাঙ্গের পুতুলও বলা হয় । লাঠি পুতুল তৈরি করা হয় কাঠ দিয়ে । এগুলি আকারে বড় ও দেখতে কিছুটা গোলাকৃতি হয় ।
·
শ্যাডো পাপেট (Shadow
puppet ) বা ছায়া পুতুল :- ছায়া পুতুল তৈরি করা হয় চামড়া, কার্ডবোড, টিন প্রভৃতি দিয়ে । চামড়ার পরিবর্তে বর্তমানে প্লাস্টিকও ব্যবহার করা হচ্ছে । একটা সাদা পর্দার সামনে ধরে, পিছনে জ্বালানো
বাতির আলোতে পুতুলের অবয়ব অঙ্গভঙ্গি ফুটে উঠে
পর্দায় বিভিন্ন আদলের আলোছায়া তৈরি করে । দর্শকেরা পুতুলের ছায়াকে দেখতে পায় কিন্তু নাচিয়েকে দেখতে
পান না ।
সুতা পুতুল |
· স্ট্রিং পা পেট (String
puppet ) বা সুতা পুতুল :- সুতো পুতুলকে উপর থেকে নিয়ন্ত্রণ করা হয । পুতুল নাচিয়ের সামনে একটি কালো পর্দা টাঙানো থাকে । শিল্পী ওপর থেকে কাঠির পুতুল গুলোকে সুতোর মাধ্যমে চালনা বা অভিনয় করান । সুতো দিয়ে আটকানো থাকে পুতুলের হাত, পা, মাথা, কোমর ইত্যাদি । সুতোর পুতুল তৈরির উপাদানের মধ্যে রয়েছে ন্যাকড়া (ছেঁড়া কাপড় ), কাদামাটি, শোলা,লোহার তার, গোবর, রঙ ইত্যাদি । কাহিনীর সঙ্গে সঙ্গতি রেখে পুতুলকে পোশাক পরানো হয় ।
পুতুল নাচের বিষয়
মূলত রামায়ণ, মহাভারত ও পুরাণ থেকে সংগৃহীত হলেও গ্রাম বাংলার অমর লোকগাথা
ও লোককাহিনীও পুতুলনাচের বিষয়বস্তু হয়ে উঠেছে । আবার হালফিল রাজনৈতিক, ঐতিহাসিক ও সামাজিক
ঘটনাও কখনো কখনো এর বিষয়বস্তু হয়ে উঠে ।
No comments:
Post a Comment
Thanks for your comments. Please visit again.