Welcome to my Blog

Tuesday 9 July 2013

বুদ্ধদেব বসু/Buddhadeb Basu

 
বুদ্ধদেব বসু
(৩০শে নভেম্বর ১৯০৮ - ১৮ ই মার্চ ১৯৭৪)
            কল্লোল যুগের অন্যতম কবি ছিলেন বুদ্ধদেব বসু কিন্তু কবি সেই যুগের নগ্ন সৌন্দর্যের জন্য যতই 'যৌন আকাঙ্ক্ষার তীব্রতার অভিব্যক্তি' করুক না কেন তা তাঁর সর্বস্ব নয় কবির একটি স্বচ্ছ-শুভ্র প্রেমিক মনের অবস্থান অল্প আয়েসেই তাঁর কবিতায় ধরা পড়ে কবির এই অনুভূতি তাঁর অপূর্ব বাক্‌শিল্পবিন্যাসে স্নিগ্ধ হয়ে উঠেছে এই ভাষামাধুরর্য তাঁর কাব্যের তো বটেই, প্রবন্ধেরও একটা মহৎ গুণ কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলি ---- 

              মর্মবাণী (১৯২৪), বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭), পরিক্রমা (১৯৩৮), নতুনপাতা (১৯৪০), দময়ন্তী (১৯৪২), ২২শে শ্রাবণ (১৯৪২), রূপান্তর (১৯৪৪), দ্রৌপদীর শাড়ি (১৯৪৮), শীতের প্রার্থনা বসন্তের উত্তর (১৯৫৫), পৃথিবীর পথে, যে আঁধার আলোর অধিক (১৯৫৮), মরচে পড়া পেরেকের গান (১৯৬৬), একদিন চিরদিন (১৯৭১), সংক্রান্তি;প্রায়শ্চিত্ত;ইক্কাকুসেন্নিন (১৯৭৩)  

          কবি কিছু প্রাচ্য-প্রতীচ্যের কবিতার অনুবাদ করেছেন এদের মধ্যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেইখানেই যেখানে কবির সঙ্গে তাঁর সগোত্রতা

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.