অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯) |
কলিকাতায় সাধারণ রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার সঙ্গে
সংযুক্ত নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের পরই উল্লেখযোগ্য অমৃতলাল বসু । অমৃতলাল
বসু হাস্যরসাত্মক ব্যঙ্গ ও লঘু নাটক রচনায় দক্ষতা অর্জন করেণ । অমৃতলাল
বসুর প্রহসনগুলি প্রধানতঃ পরানুকরী সমাজের প্রতি আঘাতের বিষয় নিয়ে পরিকল্পিত । অমৃতলালের
উল্লেখযোগ্য প্রহসন গুলি হল - হীরকচূর্ণ (১২৮২ বঙ্গ),
বিবাহ বিভ্রাট (১২৯১ বঙ্গ), বাবু (১৩০০ বঙ্গ),
একাকার (১৩০১ বঙ্গ), গ্রাম্য বিভ্রাট (১৩০৪ বঙ্গ),
অবতার (১৩০৮ বঙ্গ), খাসদখল (১৩১৮ বঙ্গ) ।
অমৃতলাল
প্রহসন রচয়িতার নানাগুণে বিভূষিত ছিলেন, কিন্তু
তিনি আগামী যুগের বিরোধিতা করে নিজেকে সল্পস্থায়ী করেছেন । অমৃতলাল
বসু যথার্থ গভীরভাবে বিবেচনা করে কোন নাটক রচনা করেন নি । অধিকাংশ
ক্ষেত্রে কতকগুলি বাঁধাধরা ধারণায় তিনি চলেছেন । উদাহরণস্বরূপ
বলা যায়,
তাঁরনাটকের ব্রাহ্মণ চরিত্রগুলির উপর তিনি সুবিচার করেন নি । অধিকাংশ
স্থলেই তারা লোভী উদরসর্বস্ব ।
তবে
আসর জমাবার পক্ষে তাঁর নাটকের যথেষ্ট দক্ষতা ছিল । সেই
জন্যেই সমকালে তাঁর নাটকগুলি যথেষ্ট সমাদর লাভ করে ।
তথ্য উৎস্য :- বাংলা সাহিত্য (মণীন্দ্রকুমার ঘোষ ও তারাপদ রাহা ),সাহিত্য টীকা (মুখোপাধ্যায় ও ভট্টাচার্য ).
No comments:
Post a Comment
Thanks for your comments. Please visit again.