Welcome to my Blog

Friday, 19 July 2013

অমৃতলাল বসু / Amritalal Basu

অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯)
                 কলিকাতায় সাধারণ রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার সঙ্গে সংযুক্ত নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের পরই উল্লেখযোগ্য অমৃতলাল বসু অমৃতলাল বসু হাস্যরসাত্মক ব্যঙ্গ ও লঘু নাটক রচনায় দক্ষতা অর্জন করেণ অমৃতলাল বসুর প্রহসনগুলি প্রধানতঃ পরানুকরী সমাজের প্রতি আঘাতের বিষয় নিয়ে পরিকল্পিত অমৃতলালের উল্লেখযোগ্য প্রহসন গুলি হল - হীরকচূর্ণ (১২৮২ বঙ্গ), বিবাহ বিভ্রাট (১২৯১ বঙ্গ), বাবু (১৩০০ বঙ্গ), একাকার (১৩০১ বঙ্গ), গ্রাম্য বিভ্রাট (১৩০৪ বঙ্গ), অবতার (১৩০৮ বঙ্গ), খাসদখল (১৩১৮ বঙ্গ)  

                 অমৃতলাল প্রহসন রচয়িতার নানাগুণে বিভূষিত ছিলেন, কিন্তু তিনি আগামী যুগের বিরোধিতা করে নিজেকে সল্পস্থায়ী করেছেন অমৃতলাল বসু যথার্থ গভীরভাবে বিবেচনা করে কোন নাটক রচনা করেন নি অধিকাংশ ক্ষেত্রে কতকগুলি বাঁধাধরা ধারণায় তিনি চলেছেন উদাহরণস্বরূপ বলা যায়, তাঁরনাটকের ব্রাহ্মণ চরিত্রগুলির উপর তিনি সুবিচার করেন নি অধিকাংশ স্থলেই তারা লোভী উদরসর্বস্ব তবে আসর জমাবার পক্ষে তাঁর নাটকের যথেষ্ট দক্ষতা ছিল সেই জন্যেই সমকালে তাঁর নাটকগুলি যথেষ্ট সমাদর লাভ করে ।



তথ্য উৎস্য :-  বাংলা সাহিত্য (মণীন্দ্রকুমার ঘোষ ও তারাপদ রাহা ),সাহিত্য টীকা (মুখোপাধ্যায় ও ভট্টাচার্য ).  

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.