Welcome to my Blog

Thursday, 18 July 2013

দ্বিজেন্দ্রলাল রায়/Dwijendralal Roy

দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩)
                দ্বিজেন্দ্রলাল কবি হলেও, নাটক রচয়িতারূপে তার খ্যাতি কম নয় তিনি সাধারণ রঙ্গমঞ্চের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন না অথচ বাংলা নাট্যসাহিত্যকে যথার্থ আদর্শে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন বাংলা নাটকের করুণ ভক্তিরস ও লঘু ব্যঙ্গাত্মক হাস্যরসে যখন দর্শক-সাধারণ বিভোর সেই সময় দ্বিজেন্দ্রলাল পাশ্চাত্য নাট্যাদর্শে বিশেষ করে সেক্সপীয়রের নাট্যাদর্শে নাটক রচনায় ব্রতী হন দেশপ্রেমমূলক এবং ঐতিহাসিক নাটকেও তিনি এই আদর্শ মেনে চলেছেন নাটকে অতিলৌকিকতা, ভক্তিরসের আতিশয্য প্রভৃতি উত্তরণ তখন প্রায় অসাধ্য ছিল বললেই চলে সেই সময় দ্বিজেন্দ্রলাল চরিত্রের অন্তর্দ্বন্দের মাধ্যমে নাটকের পরিণতির পথটি গ্রহণ করলেন এই প্রচেষ্ঠা দ্বিজেন্দ্রলালের মৌলিক আবিষ্কার বলা চলে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক গুলি হল  ------


  • পৌরাণিক নাটক :-  পাষাণী (১৯০০), সীতা (১৯০৮), ভীষ্ম (১৯১৪).


  • ঐতাহাসাশ্রিত রোমান্টিক নাট্যকাব্য :- তারাবাঈ (১৯০৩), সোরাব রুস্তম (১৯০৮).

  • ঐতিহাসিক নাটক :-  প্রতাপসিংহ (১৯০৫), দুর্গাদাস (১৯০৫), নূরজাহান (১৯০৮), মেবার পতন (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১), সিংহল বিজয় (১৯১৫).

  • সামাজিক নাটক :- পরপারে (১৯১২), বঙ্গনারী (১৯১৬).

  • প্রহসন :- কল্কি অবতার (১৮৯৫), বিরহ (১৮৯৭), ত্রাহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত (১৯০২), পুনর্জন্ম (১৯১১), আনন্দ বিদায় (১৯১২).



তথ্য উৎস্য :-  বাংলা সাহিত্য (মণীন্দ্রকুমার ঘোষ ও তারাপদ রাহা ),সাহিত্য টীকা (মুখোপাধ্যায় ও ভট্টাচার্য ).  

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.