পথের দিশা
কাজী নজরুল ইসলাম
চারিদিকে এই গুণ্ডা এবং বদ্মায়েশির আখ্ড়া
দিয়ে
রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ
বাঁচিয়ে
?
পারবি যেতে ভেদ করে এই চক্র-পথের চক্রব্যুহ
?
উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনষ্পতি মহীরুহ
?
আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি,
এর মাঝে তুই আলোক শিশু কোন্ অভিযান করবি
শুনি
?
ছুঁড়ছে পাথর,
ছিটায় কাদা, কদর্যের এই হোরী খেলায়
শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্টমেলায় !
বাঙ্লা দেশও মাত্ল কি রে
? তপস্যা তার ভুললো অরুন ?
তাড়িখানার তিৎকারে কি নাম্ল ধুলায় ইন্দ্র
বরুণ
?
ব্যগ্র-প্ররাণ অগ্রপথিক,
কোন্ বাণী তোর শুনাতে সাধ ?
মন্ত্র কি তোর শুন্তে দেবে নিন্দাবাদীর
ঢক্কা-নিনাদ ?
নর-নারী আজ কণ্ঠ ফেড়ে কুৎসা গানের কোরাস্
ধরে
ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে
?
এর মাঝে কি খবর পেলি নব-বিপ্লব-ঘোড়াসয়ারী
আসছে কেহ
? টুট্ল তিমির, খুল্ল দুয়ার পূব-দুয়ারী
?
ভগবান আজ ভূত হল যে পড়ে দশ-চক্র ফেরে,
যবন এবং কাফের মিলে হায় বেচারায় ফির্ছে
তেড়ে !
বাঁচাতে তায় আস্ছে কি রে নতুন যুগের মানুষ
কেহ
?
ধুলায় মলিন,
রিক্তাভরণ, সিক্ত আঁখি, রক্ত
দেহ ?
মস্জিদ আর মন্দির ঐ শয়তানদের মন্ত্রনাগার,
রে অগ্রদূত,
ভাঙতে এবার আসছে কি জাঠ কালাপাহাড় ?
জানিস যদি,
খবর শোনা বন্ধ খাঁচার ঘেরাটোপে,
উড়ছে আজো ধর্ম-ধ্বজা টিকির গিঁঠে দাড়ির
ঝোপে !
নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না
গান,
থাকতে নারি দেখে শুনে সুন্দরের এই হীন অপমান
!
ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে
ক্ষুদ্ধ বাণী,
মাতালদের ঐ ভাঁটিশালায় নটিনী আজ বীণাপাণি
!
জাতির পরাণ-সিন্ধু মথি স্বার্থ-লোভী পিশাচ
যারা
সুধার পাত্র লক্ষীলাভের ক'রতেছে ভাগ বাঁটোয়ারা,
বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা,
বিষের জ্বালায় বিশ্ব পুড়ে,
স্বর্গে তাঁরা মেটান তৃষা !
শ্মশান-শবের ছাইয়ের গাদায় আজকে রে তাই বেড়াই
খুঁজে,
ভাঙন-দেব আজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু
বুঁজে !
রে অগ্রদূত,
তরুন মনের গহন বনের রে সন্ধানী,
আনিস্ খবর,
কোথায় আমার যুগান্তরের খড়গপাণি !
No comments:
Post a Comment
Thanks for your comments. Please visit again.